▷ ভর্তি /ফর্ম-ফিলাপ এর জন্য আবেদন করার ২৪ ঘন্টার মধ্যে রকেটে টাকা পেমেন্ট করে 'Payment Verification Slip ' কলেজের অফিসে জমা দেয়ার জন্য বলা হলো । জরুরী প্রয়োজনে 01795535130 এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।

ব্যক্তি/ কম্পিউটার দোকানের প্রতি দৃষ্টি আকর্ষণ:
বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর এর (ইন্টার, ডিগ্রি এবং অনার্স) সকল বর্ষের আবেদন, ভর্তি, ফরম পূরণের ক্ষেত্রে পেমেন্ট ভেরিভিকেশন স্লীপ সতকর্তার সাথে পেমেন্ট করার জন্য বলা হলো। অন্যথ্যায় ভূল পেমেন্ট হলে কলেজ কর্তৃপক্ষ দায়ভার নিবে না। পেমেন্ট কপির সাবজেক্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট দেখে নিন।
অধ্যক্ষ