Skip to content
মাসিক সাধারণ সভা ফেব্রুয়ারী-২০২১ সময় পরিবর্তন
Home/Notice/মাসিক সাধারণ সভা ফেব্রুয়ারী-২০২১ সময় পরিবর্তন
মাসিক সাধারণ সভা ফেব্রুয়ারী-২০২১ সময় পরিবর্তন
অতীব জরুরী বিজ্ঞপ্তি-
প্রিয় সহকর্মী,
অদ্য ০৭/০২/২০২১ খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় শিক্ষক মিলনায়তনে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অত্র কলেজের প্রাক্তন প্রভাষক আবু তালেব তালুকদার সাহেবের মৃত্যু জনিত কারণে তা আগামী ০৮/০২/২০২১ তারিখ রোজ সোমবার অনুষ্ঠিত হবে। উক্ত সাধারণ সভায় আপনার উপস্থিতি একান্ত কাম্য।
আলোচ্য বিষয়সমূহঃ
১। কোভিড-১৯ এর টিকার জন্য নিবন্ধন।
২। গত ২০২০ সনের এসিআর জমাদান।
৩। অনলাইন ক্লাসের অগ্রগতি।
৪। আসন্ন ২১ শে ফেব্রুয়ারী- (আন্তর্জাতিক মাতৃভাষা) দিবস সহ অন্যান্য বিষয়।
SComputers2021-02-07T05:09:35+00:00