বৃহত্তর চলনবিল অঞ্চলের বিছিয়ে থাকা জনগোষ্ঠীর মাঝে, শিৰার আলো বিলিয়ে দিতে ১৯৬৯ সালে তৎকালীন ছাত্রনেতা বর্তমান মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস সাহেবের প্রস্তাবনায় এবং অত্র এলাকার আপামোর জনতার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ। সেইসময় পশ্চিম পাকিস্তানবিরেধী গণ অদ্ভুৎত্থনে প্রথম শহীদ বুুদ্ধিজীবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ডঃ সামসুজ্জোহার স্মৃতিকে অমৱান করে ধরে রাখার জন্য তাঁর নামে প্রতিষ্টিত হয় কলেজটি।

কলেজের প্রতিষ্ঠা লগ্নেই বিখ্যাতগ্রন্থ ‘চলনবিলের ইতিকথা’র ¯^bvgab¨ রেখক বিশিষ্ট দানবীর চলনবিলের কৃতি সন্তান মরহুম জনাব অধ্যৰ অব্দুল হামিদ সাহেবের প্রত্যৰ তত্ত্বাবধায়নে গ্রন্থাগারিটি প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন সেই সময় কলেজের সেক্রেটারী। তিনি ব্যক্তিগতভাবে কিছু বই-পুস্তক দিয়ে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট হতে কিছু পাঠ্য বই ক্রয়ের মাধ্যমে এই লাইব্রেরিটি সমৃদ্ধ হতে থাকে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দোশের ¯^vaxbZvjv‡fvi পর ভারতীয় হাইকমিশন হাতে বেশ কিছু মূল্যবান বই অনুদান হিসাবে পাওয়া যায়।

শুর্বতে লাইব্রেরিটি কিছু সংখ্যক কাঠের আলমারী নিয়ে একটি টিনের ঘরে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে মূল ভবন নির্শাণ হলে লইব্রেরিটি সেভানে স্থানান্তরিত হয়। কিন্তুু সেখানেও স্থান সংকলান না হওয়ায়লা ইব্রেরিটি ২০০৪ সালে মতিউর রহমান ছাত্রাবাসের ২টি কৰে স্থানান্তর করা হয়। ২০১৩ সালে কলেজ ক্যম্পাসের উত্তর পশ্চিমপার্শ্বে লাইব্রেরির জন্য ভবন নির্মিত হলে ২য় তলায় সুরম্য কৰে লাইব্রেরিটি স্থানান্তরিত হয়।

গ্রন্থাগারটির প্রতিষ্ঠালগ্নে গ্রন্থাগারিক হিসাবে জনাব মুহাঃ রফিকুল ইসলাম সাহেব যোগদান করে দীর্ঘ দিন সুনাম ও দৰতার সহিত দায়িত্ব পালন করে ২০০৭ সালে অবসার গ্রহণ করেন।

১৯৮৮ সালে দেশব্যাপী ভয়াবহ বণ্যার ফলে লইব্রেরিটির ব্যাপক ৰতি সাধিত হয়। অনেক বই-পুস্তক নষ্ট হয়ে যায়। গ্রন্থগারটিতে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন ছাত্র-ছাত্রী রিডিংর্বম সেবাগ্রহণকরে থাকে। এখানে প্রতিদিনের ৩টি জাতীয় বাংলা প্রত্রিকা ও ১টি ইংরেজী পত্রিকা সংগৃহীত হয়ে থাকে।

বর্তমানে গ্রন্থাগারটির গ্রন্থের সংখ্য ৩০০০ এর অধিক। দীর্ঘ দিনের খড়া কাটিয়ে উঠে বর্তমানে গ্রন্থাগারটি প্রণ ফিরে পেতে শুর্ব করেছে।

Library Staff List

SL Librarian’s Name Degination Date of joining Contanct No.
01. Md. Tozammel Hossain Libraian 04/02/2012 01717016633
02. Most. RuksanaAktar Assistant Librarian 03/05/1997 01732759719